প্রিয় জনাব/জনাবা,

এফডিপিআই (Flood Disaster Preparedness Indices) সার্ভেতে অংশগ্রহনের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই ওয়েবসাইটটি জাপানের পিডবিস্নউআরআই (Public Works Research Institute)এর আইসিএইচএআরএম (International Centre for Water Hazard and Risk Management under the auspices of UNESCO) কর্তৃক প্রস্তুত করা হয়েছে। এটি আমাদের পূর্বের গবেষণার একটি উন্নত সংস্করণ যা Typhoon Committee কার্যক্রমের একটি অংশ, যা ডবিস্নউএমও (World Meteorological Organization) ও ইউনেসক্যাপ (United Nations Economic and Social Commission for Asia Pacific)এর নিয়ন্ত্রণাধীন যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত।

এফডিপিআই মূলত কমিউনিটির বন্যা দুর্যোগ প্রস্তুতিতে মূল্যায়নের জন্য প্রত্যেক কমিউনিটির দুর্যোগ ব্যবস্থাপনা অফিসারদের মাধ্যমে ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়েছে। এ ওয়েবসাইটটি ব্যবহারের মাধ্যমে আপনি উদ্দেশ্যমূলক ভাবে আপনার কমিউনিটির মূল্যায়ন করতে পারবেন এবং আপনি অবগত হবেন যে, আপনাকে কি কি বিষয় উন্নত করা উচিত এবং অন্যান্য প্রতিষ্ঠান হতে আপনার কি কি সহযোগিতা প্রয়োজন। সংগ্রহীকৃত ফলাফলসমূহ পৃথিবীর অন্যান্য দেশসমূহের তাদের বন্যা দুর্যোগ প্রস্তুতিতে প্রয়োজনীয় সম্পদ হিসেবে ব্যবহৃত হবে।

নিম্নবর্ণিত প্রশ্নসমূহ আপনার কমিউনিটির দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কিত। দয়া করে প্রতিটি প্রশ্ন পড়বেন এবং পাঁচটি সম্ভাব্য উত্তরের যে কোন একটি পছন্দ করবেন যা আপনার দৃষ্টিতে আপনার কমিউনিটির ক্ষেত্রে সর্বাধিক প্রযোজ্য। আমরা আশা করি যে এফডিপিআই আপনার কমিউনিটির বন্যা দুর্যোগ প্রস্তুতির উন্নতিতে প্রয়োজনীয় এবং কার্যকর ভাবে ব্যবহৃত হবে।

যদি আপনার এ ওয়েবসাইট সম্পর্কে কোন প্রশ্ন থাকে, তাহলে আমাদেরকে দয়া করে জানাবেন।

(আমরা আপনাকে এ মর্মে আশ্বস্ত করতে চাই যে সকল যোগাযোগ সম্পূর্ণ ভাবে গোপন থাকবে। এ সার্ভের সকল ফলাফল সামগ্রিক ভাবে প্রকাশিত হবে, এবং আপনার অনুমতি ব্যতিত আপনার কমিউনিটির তথ্যের মাধ্যমে কোন ভাবেই আপনার কমিউনিটিকে চিহ্নিত করা যাবে না।)


আপনার একান্ত,
আইসিএইচএআরএম সদস্যবৃন্দ।